একটা
অঋণাত্মক সংখ্যা
n দেওয়া
হবে। তাতে
কয়টি অংক আছে বের
করতে হবে।.
ইনপুট
একটা অঋণাত্মক সংখ্যা n (0 ≤ n ≤ 2*109)।
আউটপুট
প্রিন্ট করতে হবে অংক কয়টি।
উদাহরণ
ইনপুট
13243
আউটপুট
5
গাণিতিক
(প্রাথমিক)
অ্যালগোরিদম
অ্যানালাইসিস
সংখ্যাটা
থেকে একটা একটা
করে অংক
কতক্ষণ নেওয়া
যায় সেটা একটা
লুপ চালিয়ে
গোনা,
দশ অংকের
সংখ্যার
জন্যে বড় জোর
দশ বার লুপটা চলবে।
অ্যালগোরিদম
বাস্তবায়ন
n
এর মান পড়তে
হবে. যদি n = 0
হয়, তাহলে
উত্তর হবে 1।
তা না হলে
উপরের নিয়মে
উত্তর বের
করতে হবে।
scanf("%d",&n);
res = (n == 0);
while(n > 0) {n /= 10; res++;}
printf("%d\n",res);